Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মেয়র আইভী গ্রেফতার, নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১০:৩৬ | আপডেট: ৯ মে ২০২৫ ১১:৪৩

নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। ছবি: বাসস

ঢাকা: রাতে অভিযানের সাড়ে ৬ ঘণ্টা পর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

শুক্রবার (৯ মে) সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ পুলিশ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে আইভীকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে আইভীর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০ থেকে ১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। আইভীর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

এদিকে সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

নারাণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে সেলিনা হায়াতের কোনো ক্ষতি হয়নি।

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নামে একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেফতার প্রক্রিয়ায় আইভী কোনো বাধা দেননি। দিনের আলোতে তিনি বাড়ি ছাড়তে চেয়েছিলেন।

গ্রেফতার প্রক্রিয়ায় আইভী নিজেই সহযোগিতা করেছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমপি

গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সেলিনা হায়াৎ আইভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর