জমিতে বিষ দেওয়া খাবার খেয়ে প্রাণ গেল ১২০০ হাঁসের
৯ মে ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৯ মে ২০২৫ ১১:৫৭
নেত্রকোনা: জেলার কেন্দুয়ায় পতিত জমিতে বিষ দেওয়া খাবার খেয়ে খামারি সন্তোষ মিয়ার ১২০০ হাঁস বিষক্রিয়ায় মারা গেছে। এতে ভুক্তভোগী খামারি কেন্দুয়া থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিযোগ বিবরণে জানা গেছে, সন্তোষ মিয়া কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের একজন হাঁস খামারি। তিনি পারিবারিক খামারে সব মিলিয়ে ২১০০ হাঁস পালন করছন। সকালে তিনি হাঁসগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ির সামনে উন্মুক্ত বেজগাতী হাওড়ের পতিত জমিতে ছেড়ে দেন।
খামারি বলেন, ‘অবাক কান্ড, কখনো কল্পনাও করতে পারিনি। হাঁসগুলো পানিতে নেমে খাবার খেতে খেতে ছটফট করে মরতে শুরু করে। কতোক্ষণের মধ্যেই একেবারে ১২০০ হাঁস মরে গেছে। ভয়ে জোরে কান্না ও চিৎকার শুরু করেছি।’ এলাকাবাসী এসে মন্তব্য করেন এমন ঘটনা কখনো দেখেননি তারা।
সন্তোষ মিয়ার দাবি, গোপন শত্রুরা হাওরের পানিতে বিষ দিয়ে রেখেছিল। হাঁসগুলো সেই বিষাক্ত খাবার খেতে খেতে মারা গেছে। প্রাথমিক হিসাবে সব মিলিয়ে দুই লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে এই খামারির। তবে বাকি হাঁসগুলোকে আর পানিতে না ছাড়ার কারণে বেঁচে আছে।
কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মারা যাওয়া হাঁসের নমুনা পরীক্ষাগারে পরীক্ষার জন্য নিয়ে যান। পরীক্ষার প্রতিবেদন পেলে হাঁস মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা যাবে।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী সন্তোষ মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এসডব্লিউ