খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১০:৫৯ | আপডেট: ৯ মে ২০২৫ ১৩:৫৫
৯ মে ২০২৫ ১০:৫৯ | আপডেট: ৯ মে ২০২৫ ১৩:৫৫
খুলনা: খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে অসেল শেখ (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে উপজেলার টিএসবি ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার মুজিবর শেখের ছেলে এবং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঘেরে মাছ ভাসতে দেখে পানি দেওয়ার জন্য অসেল শেখ মোটর চালাতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নালায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসডব্লিউ