Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পাবনায় মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২১:৪৩ | আপডেট: ১০ মে ২০২৫ ২৩:৫৩

পাবনা: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে পাবনায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ মে) রাতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আয়োজনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে তারা।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জেলা কমিটি আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি রোহান, এস এম সৈকত ও যুগ্ম সদস্য সচিব সাদিয়া কুদ্দুস।

বক্তারা বলেন, ‘৫ আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা পলায়ন করলেও এখনো রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন স্থানে দোসররা অবস্থান করেছে, অপকর্ম ও নীলনকশা চালিয়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি জুলাই-আগস্টের প্রতিটি সহিংস ঘটনা এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দোষীদের শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সারাবাংলা/এসআর

আ’ লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি পাবনা মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর