Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গ্যারেজ শ্রমিক নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৩:১৬ | আপডেট: ১১ মে ২০২৫ ১৩:১৯

মরদেহ। প্রতীকী ছবি

বেনাপোল: বেনাপোলে সড়ক দূর্ঘনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) সকাল ১১ টার সময় যশোর-কোলকাতা মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের শ্রমিক।

জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে পিস্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহী ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত বলে ঘোষণা করেছে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়ে গেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

বেনাপোল শ্রমিক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর