Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ আমদানি-রফতানি

লোকাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৪:০৩ | আপডেট: ১১ মে ২০২৫ ১৬:২২

বেনাপোল বন্দর।

বেনাপোল: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বন্ধ রয়েছে আমদানি রফতানি।

রোববার (১১ মে) দিনভর দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে এ পথে বানিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার (১১ মে) বেনাপোল দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভিসা জটিলতায় যাত্রী যাতায়াতের সংখ্যা কম।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যাওয়ার ব্যবস্থা সচল রাখা হয়েছে।

বন্দর সূত্র বলছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। আর ভারতে রফতানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা শেখ নাছির উদ্দীন।

সারাবাংলা/এনজে

আমদানি-রফতানি বন্‌ধ বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর