পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় অসুস্থ একটি নীলগাই গ্রামবাসীর হাতে ধরা পড়েছে। খবর পেয়ে বনবিভাগ উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে নিয়েছে বিপন্নপ্রায় নীলগাইটিকে।
রোববার (১১ মে) দুপুর গড়িনাবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে নীলগাইটি ধরা পড়ে।
গ্রামবাসীরা জানান, সকালে স্থানীয়রা মরিচখেতে কাজ করার সময় নীলগাইটিকে দেখেন। পরে গ্রামের লোকজন প্রাণীটিকে ধাওয়া করে ধরেন। ধরা পড়া নীলগাইটির মাথা ও চার পায়ে ক্ষত দেখা যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা নীলগাইটি উদ্ধার করেন।
পঞ্চগড় সদর উপজেলা বন কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, নীলগাইটি উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের ভাষ্যমতে গাইটি ভারত থেকে এসেছে। প্রাণীটির মুখ মাথা ও পায়ের চামড়া উঠে গেছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।