লালমনিরহাট: জেলায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন আসামি নিঃশর্ত খালাস পেয়েছেন।
সোমবার (১২ মে) আসামিরা আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট জেলার বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলি মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেন।
জানা যায়, আওয়ামী সরকারকে হটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের ডাক দেয় বিএনপি। ২০১৬ সালে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে বিএনপি। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রপক্ষকে বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ এনে লালমনিরহাট জজ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ সহিংসতা ও নাশকতার যথোপযুক্ত তথ্য প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়।
এ রায়ে মিথ্যা ও বানোয়াট মামলার অভিযুক্তরা সন্তোষ প্রকাশ করেন এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নিন্দা জানান।
এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন ঠেকানোর জন্য গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। আমরা কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি।’