Friday 20 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৫ ০৮:৪৮ | আপডেট: ১৩ মে ২০২৫ ১২:৩৯

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বোমা হামলা অব্যাহত।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একজন সাংবাদিকসহ অন্তত আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯৪ জন।

সোমবার (১২ মে) খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের বার্ন ইউনিটে এই বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি আরও ৯৪ জন আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

বিজ্ঞাপন

জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৫২ হাজার ৮৬০। আর গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ২ হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বের শীর্ষস্থানীয় ক্ষুধা পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকির মোকাবিলা করছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর