Tuesday 17 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎১০ ক্যাটাগরির পদে ১১ কর্মী নিয়োগ দেবে বুটেক্সে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১০:০২

‎বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

ঢাকা: ‎বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ‎বিভিন্ন গ্রেডে ১০ ক্যাটাগরির পদে ১১ কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ মে তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

‎আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়  https://www.butex.edu.bd/wp-content/uploads/2025/05/Download-Job-Circular.pdf এই ঠিকানায় জানা যাবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

‎১. পদের নাম: লাইব্রেরিয়ান;
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)


‎২. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ৪৩,০০০—৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)


‎৩. পদের নাম: সহকারী পরিচালক (অডিট);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ২৯,০০০—৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)


‎৪. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)


‎৫. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (কম্পিউটার);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)


‎৬. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার (মেকানিক্যাল);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

‎৭. পদের নাম: কম্পিউটার অপারেটর;
‎পদসংখ্যা: ২টি;
‎বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১)


‎৮. পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট (ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)


‎৯. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

‎১০. পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ);
‎পদসংখ্যা: ১টি;
‎বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)


আবেদন: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা www.butex.edu.bd ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের একটি ফরম্যাট সংগ্রহ করে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১-৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৭ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৮-১০ নম্বর পদের জন্য ৫০ টাকা সোনালী ব্যাংক/বিকাশ/রকেট/উপায়ের মাধ্যমে পাঠাতে হবে। টাকা জমাদানের রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে।

‎আবেদনের শেষ সময়: আগামী ২২ মে ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

চাকরি ‎বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)