Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৪:৫৪

ঘটনাস্থল।

ফরিদপুর: জেলার মধুখালীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্লা রায় (৩৫) জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলস বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘টাইলস বোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ নারী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর