Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববিতে আমরণ অনশনরত ৫ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৯:৪৭

অনশনরত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। এদিকে ভিসি পদত্যাগ না করলে দক্ষিণাঞ্চল অচল করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এর আগে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালটির প্রশাসনিক ভবনের নিচতলায় অনশন শুরু করেন ১২ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা রাকিব আহমেদ বলেন, ‘রাত থেকে অনশনে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। এরই মধ্যে অসুস্থ শিক্ষার্থী স্বাক্ষর, ইমন, ওয়াহিদুর রহমান ও এনামুলকে স্যালাইন দেওয়া হয়েছে। তবুও দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশনে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার মো. তানজীন হোসেন বলেন, ‘বর্তমানে তীব্র গরম থাকায় শরীরে পানিশুন্যতার কারণে চারজনকে আইভি স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়াও এক শিক্ষার্থীর জ্বর হওয়ায় তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ।’

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভিসি পদত্যাগ না করলে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের অপসারণ দাবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। রাত পৌনে ৯টায় প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টায় ফেসবুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রুপ লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাইভে এসে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপাচার্য ড. শুচিতা শরমিন। কিন্তু উপাচার্যের ফেইসবুক লাইভে আসার বিষয়টি প্রত্যাখ্যান করে আগের ঘোষণা অনুযায়ী সোমবার রাত সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অনশনে বসেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আমরণ অনশন ববি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অসুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর