ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির দফতরের দায়িত্বে থাকা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বহিষ্কৃত নেতারা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার চার নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাসুদ করিম মোল্লা।
বিবৃতিতে বলা হয়- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে তাদের বহিস্কার করা হয়েছে। মাসুদ করিম মোল্লার বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।