Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ০১:২২ | আপডেট: ১৪ মে ২০২৫ ০১:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবি এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহতের সহপাঠী আশরাফুল ইসলাম রাফি বলেন, ‘সাম্য ঢাবির আই.আর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।’

তিনি আরও বলেন, ‘রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’

নিহত ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, রাতে ওই শিক্ষার্থীর সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসআরআর/পিটিএম

অস্ত্রের আঘাতে টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় নিহত শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর