Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১০:০৩ | আপডেট: ১৪ মে ২০২৫ ১২:৫৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো জন্মস্থান চট্টগ্রামে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দিনভর তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টায় বিমানযোগে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম সোনিয়া।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী প্রথমেই প্রধান উপদেষ্টা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি-৫ পরিদর্শন গেছেন। সেখানে বন্দর ও নৌপরিবহন খাতের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর চট্টগ্রাম বন্দর থেকে সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এছাড়া সেখানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেলে প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন। এই গ্রাম থেকেই ক্ষুদ্রঋণের প্রাথমিক যাত্রা শুরু করে নোবেল জয় করেছেন ড. ইউনূস।

এরপর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশি, এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানে চট্টগ্রাম ছাড়বেন প্রধান উপদেষ্টা।

সারাবাংলা/আরডি/এনজে

চট্টগ্রাম সফর ড. ইউনূস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর