জবি: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের হামলায় সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে গুরুত্বর আহত ৮ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের পাশে বিক্ষোভ করছেন।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে মৎস ভবন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে যমুনা অভিমুখে লংমার্চটি মৎসভবন এলাকায় পৌঁছালে পুলিশ হঠাৎ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করলে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর করার জন্যে আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
- আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।