Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২৬ দিন পরেও খোঁজ মেলেনি যুবক ইসমাঈলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৫:২৫

নিখোঁজ ইসমাঈলের খোঁজে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

নরসিংদী: নিখোঁজের ২৬দিন পরেও খোঁজ মেলেনি খাগড়াছড়ি থেকে অপহরণ হওয়া নরসিংদীর বেলাব উপজেলার যুবক ইসমাঈল মিয়ার। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৪ মে) সকালে সংবাদ সম্মেলনে পরিবারটি জানায়, গত ১৯ এপ্রিল পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ময়ূরখীল এলাকায় রবি সিম কোম্পানির নেটওয়ার্ক টাওয়ারে কাজ করতে যাওয়ার পর সেখান থেকে নিখোঁজ হয় টেকনিশিয়ান ইসমাঈল। এ ঘটনার ২৬দিন পার হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রশাসন এখনও তাকে খুঁজে বের করতে পারেনি।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নিখোঁজ ইসমাঈল রবি নেটওয়ার্ক আজিয়াটা লিমিটেডের আওতাধীন ইডটকো বাংলাদেশ লিমিটেডের অধীনে সাবস কমিউনিকেশনে টাওয়ার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ইসমাঈলকে দ্রুত খোঁজে দিতে সরকারের কাছে অনুরোধ জানায় ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে নিখোঁজ ইসমাঈলের মা-বাবা, ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ যুবক সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর