Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:৫১ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৯:২০

রাজবাড়ী: জেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত আল আমিন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (১৮) ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০) আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই রাজবাড়ী জুট মিলের শ্রমিক।

জানা গেছে, রাজবাড়ীর দিক থেকে আসা একটি ট্রাকচাপায় মোটরসাইকেলে জুট মিলের ৩ জন শ্রমিক আলাদিপুর বাজারের দিকে আসার সময় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আল আমিন সরদারকে মৃত ঘোষণা করেন এবং আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক ফেলে রেখে ড্রাইভার পালিয়ে গেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এইচআই

নিহত মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল আরোহী নিহত রাজবাড়ী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর