পাবনা: পাবনার সুজানগরে একহাজার ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পাবনা কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
গ্রেফতার মাদক ব্যবসায়ী নাম মো. আব্দুস শুকুর (৪৮)। তিনি সুজানগর থানার হুদারপাড়া এলাকার মৃত আজিত মোল্লার ছেলে।
মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা সুজানগর উপজেলার হুদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ইয়াবাসহ দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও জানান, আব্দুস শুকুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সুজানগর থানায় সোপর্দ করা হয়েছে।