Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
যে কারণে শেষ মুহূর্তে বদলে যাচ্ছে ফাইনালের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫ ১৪:৫২

কলকাতার পরিবর্তে গুজরাটে হতে যাচ্ছে আইপিএলের ফাইনাল

এবারের আইপিএলের সূচি প্রকাশের সময়েই ঘোষণা করা হয়েছিল ফাইনালের ভেন্যু। উদ্বোধনী ম্যাচের সঙ্গে এবারের আসরের ফাইনাল আয়োজন করার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসের। তবে শেষ মুহূর্তে বদলে যাচ্ছে ফাইনালের ভেন্যু। ইডেন গার্ডেনসের পরিবর্তে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাচ্ছে আইপিএলের ফাইনাল।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাবটা পড়েছে চলতি আইপিএলেও। নিরাপত্তা শঙ্কায় গত ৯ মে থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে টুর্নামেন্ট। সব শঙ্কা কাটিয়ে অবশ্য ১৭ মে আবারও শুরু হচ্ছে আইপিএল। নতুন সূচি অনুযায়ী ২৫ মের পরিবর্তে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।

বিজ্ঞাপন

২৫ মের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়। তবে শেষ মুহূর্তে আইপিএলের ফাইনালের ভেন্যু বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইডেন গার্ডেনসের পরিবর্তে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল।

কিন্তু কী কারণে বদলে যাচ্ছে ফাইনালের ভেন্যু? জানা গেছে, মে মাসের শেষভাগ থেকেই কলকাতায় রয়েছে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, রয়েছে বজ্রপাতের আশংকাও। আবহাওয়া এরকম থাকবে জুনের প্রথম সপ্তাহজুড়েই। বিশেষ করে ৩ জুন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এমন আবহাওয়া পূর্বাভাসের কারণেই ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া হচ্ছে।

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এর আগেও দুটি ফাইনাল আয়োজন করেছে। ২০২২ ও ২০২৩ সালের ফাইনাল হয়েছিল এই ভেন্যুতে।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ কলকাতা গুজরাট ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর