Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা কারও শত্রু নই: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২২:১৫ | আপডেট: ১৫ মে ২০২৫ ২২:১৭

রাজবাড়ীতে গণ-সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

রাজবাড়ী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির লক্ষ্যে। ইসলামী আন্দোলন বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে আমরা কিন্তু কারো শত্রু নই।

বৃহস্পতিবার (১৫ মে) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রেজাউল করীম বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্টরা পালিয়েছে তারা দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনারা দেখেছেন রাস্তায় নামলে মানুষ গুম হয়ে যেতো, ঘরে থাকলে খুন হয়ে যেতো। তারা আমাদের দেশে বসে তারা পাশের রাষ্ট্র ভারতের দালালি করতো। এটা কিন্তু তাদের স্বীকৃত কথা। তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে দিল্লি আছে তো আমরা আছি।’

তিনি বলেন, ‘বর্তমানে আমরা লক্ষ করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। দাবি থাকবেই কিন্তু সরকার এটা বাস্তবায়ন করবে। সবই ঠিক আছে, কিন্তু একটা নিয়ম থাকা চাই। এই সুযোগে যেনো আবার ফ্যাসিস্ট এবং আমাদের দেশের যারা কল্যাণ চাই না তারা যাতে কোনোক্রমে সুযোগ পেয়ে আবার রাস্তায় উঠতে না পারে। এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা মাহফুজ ওখানে গেয়েছিল ছাত্রদের কথা শোনার জন্য। কিন্তু তার ওপর যে অতর্কিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা কিন্তু অনৈতিক, অসামাজিক। এটা মেনে নেওয়া যায় না। এদেরকে চিহ্নত করতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর অন্তর্বর্তী সরকারকে বলব আপনারা শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিন।’

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর শেষ হয়ে ৫৪ বছরে পড়েছে। কিন্তু যারাই ৫৩ বছর দেশ পরিচালনা করেছে তাদের থেকে আমরা ভালো কিছু পাইনি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি ক্বারী মোহাম্মদ আবু ইউসুফ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মুফতি শামসুল হুদা, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলামসহ অনেকেই বক্তব্য দেন।

সারাবাংলা/এইচআই

চরমোনাই পীর রাজনৈতিক দল রেজাউল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর