Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২২:৪৮

প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীতে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মংএ চান (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মৎস্য বন্দর মহিপুরের ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামের মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মংএ চান ধুলাসার ইউনিয়নের মৃত অংজু মং-এর ছেলে। তিনি একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে খালে মাছ ধরার সময় এ সময় হঠাৎ মংএ চান পানিতে পড়ে ডুবে যান। এসময় স্থানীয়রা তৎক্ষণিক তাকে উদ্ধার তীরে উঠালে তার মৃত্যু হয়। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে, তবে বিষয়টি তদন্তাধীন।

সারাবাংলা/এসআর

খালে ডুবে মৃত্যু জেলের মৃত্যু পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর