ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দফতরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, গতরাতে বনানী নৌবাহিনী সদর দফতরের সামনে রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকে ওই নারী। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, কোন যানবাহনে চাপায় ওই নারী মারা গেছেন তা জানা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর হবে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।