Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৫:১৩ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:০০

বান্দরবান: ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ( ১৬ মে) সকাল ১০টায় আলিকদম উপজেলার কলার ঝিড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ২৪ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি থানচি থেকে আলীকদম যাচ্ছিল। পথে কলার ঝিড়ি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থ‌লে একজন নিহত হয়। অহত হন ২৩জন যাত্রী। তৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে নিয়ে যায়।

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

খাদে পড়ে নিহত চাঁদের গাড়ি বান্দরবান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর