Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেওয়া দরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ০০:১৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ০০:২২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

পঞ্চগড়: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন কেয়ারটেকার সরকারের রুপকার। খেলাধুলা হলে যেখানে রেফারি থাকবে না সেই খেলা সুষ্ঠু হবে না। তেমনি কেয়ারটেকার ছাড়া দলীয় নির্বাচন চলে না। এ জন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেওয়া দরকার। সবাই মেনে নিল।

শনিবার (১৭ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে। সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেওয়া হলো। একটা কথা আছে যে ছাদের ওপরে উঠতে আপনার সিঁড়ি লাগে। তো তারা সিঁড়ি দিয়ে উঠলো বটে সেই ছাদে কিন্তু নামার জন্য অন্য আর কাউকে ছাদে উঠতে দেওয়া হবে না। সিঁড়িটা ভেঙ্গে ফেললো। যাতে নামতে না হয়। এখন বলেন চিরদিন কি ক্ষমতায় থাকা যাবে। বরং নামতে হবে সিঁড়ি ভেঙ্গে গেলেও।’

ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য দেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেল সাড়ে ৪টায় সম্মেলন শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।

সারাবাংলা/এইচআই

অধ্যাপক মুজিবুর রহমান কেয়ারটেকার সরকার জামায়াতে ইসলামী নির্বাচন পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর