Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ভর্তি ফি কমানোর দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:০৪ | আপডেট: ১৮ মে ২০২৫ ২০:০৬

সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি।

নেত্রকোনা: ভর্তি ফি কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (১৮ মে) দুপুরে দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে ভর্তি ফি কমানোর দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধন বক্তব্যে রাখেন, ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর আলম, জহির রায়হান, সুরাইয়া সুলতানা স্বর্না, সাথী আক্তার, সোহেল, সাগরসহ অন্যান্যরা।

শিক্ষার্থী নুর আলম ও জহির রায়হান বলেন, ‘একটি সরকারি কলেজে কেনো বেসরকারি কলেজের মত ভর্তি ফি দিতে হবে। আমরা এখানে আজ যোক্তিক দাবি নিয়ে মানববন্ধন করছি। সব কলেজে ১ হাজার থেকে ১২শ’টাকা ভর্তি ফি নিচ্ছে। কিন্তু আমাদের কলেজে নেওয়া হচ্ছে ১ হাজার ৯৪০ টাকা।’

শিক্ষার্থী স্বর্না ও সাথী আক্তার বলেন, ‘আমরা নিম্ন আয়ের পরিবারের সন্তান। আমাদের পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। বিবিধসহ খন্ডকালীন শিক্ষকদের ফি আমরা কেনো দেব। আমরা সরকারি কলেজে পড়তে এসেছি, সরকারি ফি ছাড়া বাড়তি ফি কেনো দেব। কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ভর্তি ফি কমানো হোক।’

মানববন্ধন শেষে ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএন) কাছে স্মারকলিপি দেন।

সারাবাংলা/এনজে

দাবি ভর্তি ফি কমানো মানববন্ধন শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর