কিছুদিন আগেই প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র এবার গোল পেলেন পর্তুগালের হয়ে। পর্তুগালের হয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে অংশ নিয়েই জিতলেন শিরোপাও।
সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক ব্লাটকো মার্কোভিচের স্মরণে তার নামেই ২০১৯ সাল থেকে প্রতি বছরই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। ফুটবল বিশ্বে কখনোই অবশ্য আলোচনায় আসেনি এই টুর্নামেন্ট। তবে রোনালদোর ছেলের অংশগ্রহণের কারণেই এবার আলোচনায় ছিল টুর্নামেন্টটি।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তেমন কিছু করে দেখাতে পারেননি রোনালদো জুনিয়র। তবে নিজের সেরাটা হয়তো বাঁচিয়ে রেখেছিলেন ফাইনালের জন্যই।
টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে রোনালদো জুনিয়র করেছেন জোড়া গোল। ১৩ ও ৪৪ মিনিটে গোলের দেখা পান তিনি। পর্তুগালের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল।
গোলের পর বাবার মতোই ‘সিউ’ উদযাপন করেছেন রোনালদো জুনিয়র। শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচটি জেতে ৩-২ ব্যবধানে। এই জয়ে টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলল পর্তুগাল।