যশোর: যশোরে ককটেল নিয়ে ঘরের ভেতর খেলার সময় বিস্ফোরণে খাদিজা (৩) নামে এক শিশু নিহত ও সজিব (৫) নামে অপর এক শিশু আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যায়।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু খাদিজা ও তার ভাই আহত আরেক শিশু সজিব ওই এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।
আহত শিশুদের স্বজনেরা জানান, আজ সকালে নিজ ঘরে খেলা করছিল খাদিজা ও তার ভাই সজিব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। এরপর তারা দৌড়ে গিয়ে দেখে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজা ও সজিব। দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে খাদিজা মারা যায়।
স্বজনরা আরও জানান, তারা যে ঘরটিতে বসবাস করেন তার আশপাশে আরও কয়েকটি ঘর রয়েছে। এখানের বাসিন্দারা সকলেই দিনমজুর ও ভাঙ্গারির ব্যবসা করে। বাড়ির আশপাশে এনে রাখা ভাঙ্গারি থেকে হয়তো শিশুরা বোমা খুঁজে পেয়েছিল। তা দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় তারা।
এদিকে খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহানসহ পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া বোমা ডিস্পোজাল ইউনিট ডাকা হয়েছে। ওই ঘরে আশপাশে আর কোথাও বোমা আছে কিনা সেটা খুঁজে দেখা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ককটেলটি কুড়িয়ে পাওয়া কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।