Monday 16 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অর্থ লেনদেন: চবি’র ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত

চবি করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২০ মে ২০২৫ ১৯:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো: অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’

সারাবাংলা/এমআর/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর