Wednesday 18 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৮:২৪ | আপডেট: ২০ মে ২০২৫ ১৯:২৬

নিহত সমির মল্লিক

বরিশাল: ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সমির মল্লিক (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সমির মল্লিক ওই এলাকার আলতাফ হোসেন মল্লিক এর ছেলে। তিনি পেশায় একজন জমি পরিমাপের আমিন (সার্ভেয়ার) ছিলেন।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সমির মল্লিক শাবল দিয়ে বাবুল মল্লিকের মাথায় আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঝলকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, নিহত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর