Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে চমক রেখে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫ ১০:০৮ | আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৩১

বাবর-রিজওয়ান-আফ্রিদিকে ছাড়াই দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির।

চলতি পিএসএলের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড নির্বাচন করা হয়েছে, এমনটাই জানিয়েছে পিসিবি। প্রথমে ৫ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটা হবে ৩ ম্যাচের।

বিজ্ঞাপন

সালমান খান আঘাকে অধিনায়ক করে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই স্কোয়াডে জায়গা হয়নি তিন সিনিয়র ক্রিকেটার বাবর, রিজওয়ান ও শাহিনের। গত বছরের ডিসেম্বর থেকেই টি-২০ দলে নেই বাবর-রিজওয়ান। এবার বাদ পড়লেন শাহিনও।

২৫ মে শুরু হওয়ার কথা থাকলেও পিএসএলের কারণে এই সিরিজ পিছিয়ে শুরু হতে পারে ২৭ মে।

পাকিস্তান স্কোয়াড- সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

সারাবাংলা/এফএম

বাবর আজম বাংলাদেশ-পাকিস্তান সিরিজ রিজওয়ান খান শাহিন শাহ আফ্রিদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর