Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতবে, বিশ্বাস ছিল আরব আমিরাতের!

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫ ১২:০৯

সিরিজ জয়ের পর আরব আমিরাতের উল্লাস

সিরিজটা ছিল দুই ম্যাচের। এক ম্যাচ বেড়ে যখন সিরিজটা রূপ নেয় তিন ম্যাচে, তখনো দ্বিতীয় ম্যাচ শুরু হয়নি। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। অবিশ্বাস্য এই সিরিজে জয়ের পর আরব আমিরাতের জয়ের নায়ক আলিশান আরাফু বলছেন, এই সিরিজ জিতবেন তারা, বিশ্বাস ছিল শুরু থেকেই।

প্রথম ম্যাচে লড়াই করে হেরেছে আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত এক জয় পেয়েছিলেন তারা। এতে সিরিজে আসে ১-১ এ সমতা।

বিজ্ঞাপন

সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বাংলাদেশ ১৬২ রানের লড়াই করার স্কোর দাড় করায়। সেই স্কোর অবশ্য ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে আরব আমিরাত। ৬৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলে আরব আমিরাতকে জয় এনে দিয়েছেন আরাফু।

ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় আরাফু জানালেন, সিরিজ জয়ের স্বপ্ন অনেক আগে থেকেই দেখছিলেন তারা, ‘সবাই খুব উচ্ছ্বসিত। তৃতীয় ম্যাচের যখন ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই আমরা আশাবাদী ছিলাম। ড্রেসিং রুমে আমরা কথা বলেছিলাম, যে আমরা সিরিজটা জিততে পারি। আমরা একটা করে ম্যাচ ধরে আগাতে চেয়েছিলাম। সবকিছু সেভাবেই হয়েছে।’

আইসিসির পূর্ণ সদস্যের দেশের বিপক্ষে টি-২০তে একবারই সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল আরব আমিরাত। ২০২১ সালে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন তারা। আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমও তাই এই জয়ে দারুণ খুশি, ‘আমরা সবাই খুবই খুশি। দলের সবাইকে অভিনন্দন। এই ইতিহাস গড়তে পেরে আমরা দারুণ আনন্দিত। যেভাবে সবাই খেলেছে, এক কথায় অসাধারণ। উদযাপনের ভাষা খুঁজে পাচ্ছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আলিশান শরাফু বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর