Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া বিএনপির কমিটিতে ‘আ.লীগের দোসর’, ত্যাগী নেতাকর্মীদের হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৫:২৮

সংবাদ সম্মেলন

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলের ত্যাগী নেতাকর্মীরা। এসময় তারা দ্রুত কমিটি বাতিলের হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তি ও পূণর্বাসনসহ নানা কারণে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়েছে। কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কমিটি বাতিল করা ছাড়া বিকল্প নেই। দ্রুত কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দিতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এসআর

আ.লীগের দোসর কুষ্টিয়া বিএনপি সংবাদ সম্মেলন হুশিয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর