শেষ দিনের রোমাঞ্চকর এক লড়াইয়ে ইতালিয়ান সিরি আ শিরোপা ঘরে তুলেছে নাপোলি। মৌসুমের শেষভাগে অবিশ্বাস্যভাবে ইন্টার মিলানকে পেছনে ফেলে নাপোলিকে চতুর্থ লিগ শিরোপা এনে দিয়েছেন কোচ আন্তোনিও কন্তে। আর এই শিরোপা জিতেই অনন্য এক কীর্তি গড়েছেন কন্তে। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন দলকে ইতালিয়ান লিগ শিরোপা জেতালেন কন্তে।
২০১১-১২ মৌসুমে জুভেন্টাসকে নিয়ে প্রথমবার সিরি আ শিরোপা জেতেন কন্তে। পরের দুই মৌসুমেও শিরোপা জেতে জুভেন্টাস। ২০২০-২১ মৌসুমে ইন্টার মিলানকে নিয়ে ইতালিয়ান লিগ জেতেন তিনি।
গত মৌসুমে নাপোলির কোচ হিসেবে দায়িত্ব পান কন্তে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে শিরোপা জেতালেন তিনি। এই শিরোপা জিতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। ইতালিয়ান লিগের শতবছরের ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিন দলকে লিগ জেতানোর রেকর্ড গড়লেন কন্তে।
একই রেকর্ড অবশ্য আরেক ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোও করেছিলেন। এসি মিলান, রোমা ও জুভেন্টাসকে সিরি আর শিরোপা জিতিয়েছিলেন তিনি। ১৯৯১-৯২ মৌসুমে মিলানের হয়ে শিরোপা জেতেন ক্যাপেলো। ২০০০-০১ মৌসুমে রোমাকে শিরোপা জেতান তিনি।
তবে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে ক্যাপেলোর অধীনে জেতা জুভেন্টাসের দুই লিগ শিরোপা বাতিল হয় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। ওই অভিযোগে জুভেন্টাসকে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগেও নেমে যেতে হয়েছিল।