ঢাকা: উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়।
শনিবার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদন করেন উপ-পরিচালক মিনু আক্তার সুমি।
দুদকের আবেদনে বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোয়াজ্জেম। এমন অভিযোগে গত ২২ মে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তার বিরুদ্ধে অনুসন্ধানটি এখনও চলমান রয়েছে। এর মধ্যেই তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে জানা গেছে। তাই তার বিদেশযাত্রা ও এনআইডি ব্লক করা প্রয়োজন।