ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে অবশেষে মুক্তি পাচ্ছেন জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে ১০টার মধ্যেই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে, মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়।
এদিন রাতেই রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৩০ মিনিটে আজহারুল ইসলামকে হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হবে। দলটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীরা।