Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবেন হামজারা?

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫ ০৯:১৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:১৬

ইউরোপ সফরে যাচ্ছে বাংলাদেশ

হামজা চৌধুরীর আগমনের পর বাংলাদেশ ফুটবলের পালে লেগেছে নতুন হাওয়া। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে আরেকটি সম্ভাবনার কথা শোনালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে ইউরোপ সফরে গিয়ে ইউরোপিয়ান দলের বিপক্ষেই খেলতে চায় বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ফুটবল। এসবের মধ্যেই এই বছরের ফিফা উইন্ডো নিয়ে ভাবছে বাফুফে। বাফুফে ভবনে গত ২৯ মে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল।

কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কথা ভাবছেন তারা, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটা হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে ম্যাচ হলে আমাদের ইচ্ছা ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’

বিজ্ঞাপন

ইউরোপ সফরে গেলে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেই ব্যাপারে এখনো কোনো আভাস পাওয়া যায়নি। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১০ জুন বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা।

সারাবাংলা/এফএম

বাফুফে বাংলাদেশ ফুটবল শমিত সোম হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর