Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির নতুন সভাপতি হলেন বুলবুল

স্পোর্টস করেসপেন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ০০:৩৯

আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল করে আজই (শুক্রবার) আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই মোতাবেক বিসিবির পরিচালকদের জরুরি বৈঠক শেষে তাদের ভোটে নতুন বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল।

আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বুলবুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

এছাড়া বিসিবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

বোর্ড সভাপতির দায়িত্ব নিতে আজ বিকেল ৫টা নাগাদ বিসিবি কার্যালয়ে আসেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল। বিসিবি কার্যালয়ে তিনি প্রবেশ করার সময় তাকে বরণ করে নিতে স্লোগানও দেন অনেকে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এনএসসি কর্তৃক মনোনীত কাউন্সিলর হিসেবে বোর্ডে আসেন ফারুক। এরপর পরিচালক পদ নিয়ে, বাকি পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব নেন। সেই কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাওয়াতে সভাপতি হিসেবে ফারুকও থাকতে পারেননি পদে। কারণ সভাপতি হওয়ার প্রথম শর্তই হচ্ছে বিসিবির কাউন্সিলরশিপ থাকতে হবে।

এর আগে গত রাতে (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের ওপর অনাস্থা প্রকাশ করে গতকাল (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন বোর্ডের ৮ পরিচালক। সেই চিঠি আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফারুক আহমেদের কাউন্সিলরশিপের মনোনয়ন বাতিলের ঘোষণা দেয় এনএসসি। তাই বিসিবি সভাপতির পদ থেকেও নিয়মানুযায়ী অপসারিত হয়ে যান তিনি।

সারাবাংলা/জেটি/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর