Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় পর্দায় কোথায় দেখা যাবে হামজাদের ম্যাচ?

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ১৩:১০

স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

আজ সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপের বাছাইপর্বের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর। ঢাকার জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ মাঠের বাইরে টিভিতে উপভোগ করতে পারবেন দর্শক। শুধু তাই নয়, হামজাদের এই ম্যাচ দেশজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে বড় পর্দায়।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ১৮ হাজারের বেশি টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। সার্ভারের নানা জটিলতা থাকলেও শেষ পর্যন্ত ফুরিয়ে গেছে সব টিকিট। ফুটবল ভক্তদের বড় একটা অংশ তাই মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন না।

মাঠের বাইরে যেন ফুটবল সমর্থকরা ম্যাচ উপভোগ করতে পারেন, এজন্যই দেশজুড়ে নেওয়া হয়েছে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা। ঢাকায় রবীন্দ্র সরোবরে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের খেলা।

বিজ্ঞাপন

ময়মনসিংহে বড় পর্দায় বাংলাদেশের ম্যাচ দেখা যাবে জেলা পরিষদে। বরিশালের বেলস পার্ক, সিলেটের জিরো পয়েন্ট, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, রংপুরের জেলা পরিষদ, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়ে বড় পর্দায় উপভোগ করা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।

সারাবাংলা/এফএম