Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তিনজন করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৯:০৪ | আপডেট: ১০ জুন ২০২৫ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তিনজন রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সোমবার নগরীর মা ও শিশু হাসপাতালে হালিশহরের বাসিন্দা এক নারী ও আকবর শাহ থানা এলাকার বাসিন্দা এক পুরুষের শরীর করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এরপর মঙ্গলবার (১০ জুন) নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর শরীর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায়।

‘তিনজনের কোভিড সংক্রমণ, এটা আমরা নিশ্চিত। তবে ভ্যারিয়েন্টটা এখনও নিশ্চিত হতে পারিনি।’

বিজ্ঞাপন

এদিকে, সিভিল সার্জনের কার্যালয় থেকে করোনার সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ আরও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে ৮০ হাজার টিকা মজুত আছে। দুয়েকদিনের মধ্যে করোনার সংক্রমণ পরীক্ষার কিট এসে পৌঁছবে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/আরডি/এসআর

করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর