রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) উপজেলার কসবামাজাইল ইউনিয়নে পারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোস্তফা সরদার, নজরুল সরদার, রতন সরদার, মিন্টু মন্ডল ও রবিউল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পারকুল গ্রামের তালেব মণ্ডলের গাছ থেকে জাম পাড়ছিলেন আনোয়ার সরদার। তখন তালেব মণ্ডলের পুত্রবধূ তাকে নিষেধ করেন। এ নিয়েই দুপক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, গাছ থেকে জাম পাড়া নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এর জের ধরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।