Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের টার্গেট স্বচ্ছ নির্বাচন: মুজিবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১১ জুন ২০২৫ ১৩:০৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সারাবাংলা

নাটোর: জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম অংশে নির্বাচনের কথা বলেছেন। আমরা আশা করি, আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা না। আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ। ভোট ডাকাতির নির্বাচন হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল তামাশার নির্বাচন। ২০১৮ সালের নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন। নির্বাচন করার মতো প্রার্থী পাওয়া যায়নি। কোথাও কোথাও জোর করে প্রার্থী করা হয়েছে। অথবা নিজেরা নিজেরা প্রার্থী হয়েছে। ভোটাররা কেন্দ্রে যায়নি। এই তামাশাগুলো বিগত স্বৈরাচার সরকার জাতির সঙ্গে করেছে। অতীতে যে তামাশা জাতির সঙ্গে হয়েছে, এখন আর তা করতে দেওয়া হবে না। আগে স্বৈরাচারের বিচার, তারপর দেশের সংস্কার, তারপরে জাতীয় নির্বাচন হতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন। উপজেলা সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাটোর জেলার নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহ-সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, লালপুর উপজেলার আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি মোস্তাাফিজুর রহমানসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি

জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্বচ্ছ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর