Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতার মালা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২১:২১ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০০:৪০

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করে তার গলায় জুতার মালা দিয়েছে জনতা।

রোববার (২২ জুন) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিতে এ চিত্র দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দেয় জনতা। এর পর সেই জুতা দিয়ে তার গালে পেটানো হয়। এর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এদিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

এদিন সকালে শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সাবেক কয়েকজন আইজিপিসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান মামলার এই আবেদন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/পিটিএম

জুতার মালা নুরুল হুদা সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর