Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসআরএফ সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২১:২৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ ০০:৪১

ঢাকা: সচিবালয় বিটের সংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল।

রোববার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেক বিকেল ৪টা পর্যন্ত সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোটের ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সভাপতি পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফসিহউদ্দিন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সহসভাপতি পদে মাইনুল হাসান পিন্নু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিউল্লাহ সুমন পেয়েছেন ৭৩ ভোট।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট, অপর প্রার্থী আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে মাহমুদ আকাশ ও অর্থ সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এমএইচ রবিন।

অন্যদিকে ঝর্ণা রায় যুগ্ম সম্পাদক পদে, গৌতম চন্দ্র ঘোষ দফতর সম্পাদক পদে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদ আল মাহমুদ, মহিন আব্দুল্লাহ, আয়নাল হোসেন, রাকিব হাসান, শফিকুল ইসলাম ও রেজাউর রহিম।

সারাবাংলা/ইএইচটি/এসআর

বিএসআরএফ সচিবালয় বিট সংবাদিকদের সংগঠন