Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
আল আইনকে গোলবন্যায় ভাসিয়ে নকআউট পর্বে সিটি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫ ১০:২৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১২:১২

আল আইনের জালে সিটির হাফ ডজন গোল

টুর্নামেন্টের প্রথম ম্যাচে উইদাদকে সহজেই হারিয়েছিলেন তারা। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল ম্যানচেস্টার সিটি। সৌদি প্রো লিগের ক্লাব আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গ্রুপ জি এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আল আইনের মুখোমুখি হয়েছিল সিটিজেনরা। ম্যাচের পুরোটা সময়ই প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়েছে সিটির ফরোয়ার্ডরা।

৮ মিনিটের মাথায় সিটিজেনদের এগিয়ে দেন ইলকায় গুন্দোয়ান। ২৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিটির হয়ে তৃতীয় গোল করেন আরলিং হালান্ড। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও তিনবার বল জড়িয়েছে সিটি। ৭৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোয়ান। ৮৪ মিনিটে দলের ৫ম গোল আসে অস্কার ববের পা থেকে। ৮৯ মিনিটে ষষ্ঠ গোল করেন চেকরি।

৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। দুই দলই এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ ১৬তে খেলা। ২৭ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি জুভেন্টাস-সিটি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

উত্তরায় বাসে আগুন
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

আরো