Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
৫ উইকেট নিয়ে সাকিবকে ছুঁলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ১৫:০৮ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:৫৫

শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন তাইজুল

অভিষেকের পর থেকেই বাংলাদেশের স্পিন বিভাগের অন্যতম ভরসা তিনি। সাকিব আল হাসানের পর তিনিই সাদা পোশাকে বাংলাদেশের সফলতম স্পিনার। আজ কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে সাকিবকে ছুঁলেন তাইজুল। লংকানদের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন মাইলফলক ছুঁলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলংকা। তবে প্রতিপক্ষের বড় স্কোরের বিপরীতে উজ্জ্বল ছিলেন তাইজুল। ১৩১ রানে নিয়েছেন ৫ উইকেট, ইনিংসের সেরা বোলার তিনিই।

এই ফাইফারে টেস্ট ক্যারিয়ারের ১৭তম ৫ উইকেটের দেখা পেলেন তাইজুল। বিদেশের মাটিতে এটি তার ৫ম ফাইফার। আর এতেই সাকিবের পাশে বসেছেন তিনি।

বিজ্ঞাপন

এতদিন বাংলাদেশের হয়ে দেশের বাইরে টেস্টে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ড ছিল সাকিবের। সর্বোচ্চ ৫টি ফাইফার ছিল তার। ৪টি ফাইফার নিয়ে তার পেছনেই ছিলেন তাইজুল। আজকের ফাইফারে সাকিবের সঙ্গে তিনিও যৌথভাবে শীর্ষে উঠে এলেন।

তাইজুল-সাকিবের পরেই এই তালিকায় আছেন মোহাম্মদ রফিক ও মেহেদি মিরাজের। তারা দুজনেই দেশের বাইরে সাদা পোশাকে ৩টি করে ফাইফার নিয়েছেন।

টেস্টে সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফার সাকিবের। ১৯টি ফাইফার নিয়ে সবার উপরে আছেন তিনি। ১৭ ফাইফার নিয়ে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তাইজুল।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর