বার্বাডোজে প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট, দ্বিতীয় দিনে সেটা কমে দাঁড়ায় ১০ এ। এই টেস্ট মাত্র তিনদিনেই শেষ হতে পারে, আভাস পাওয়া যাচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। জস হ্যাজলউডের বোলিং তোপে তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের শেষভাগে ৪ উইকেট হারিয়ে ৮২ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের প্রথম দুই সেশনে অজি ব্যাটারদের ধৈর্যশীল ব্যাটিংয়ের সুবাদে দলের লিড ৩০০ পেরিয়েছে।
ট্রাভিস হেড, বেউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি; হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিডল অর্ডারে নামা তিন অজি ব্যাটার। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩১০ রানে।
প্রথম ইনিংসের মতো এবারও সফল শামার জোসেফ। ৮৭ রানে তিনি নিয়েছেন ৫ উইকেট।
৩২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। এদিন অজিদের হয়ে আগুন ঝড়িয়েছেন হ্যাজলউড। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপকে।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে স্থায়ী হয়েছে মাত্র ৩৩ ওভার। স্কোরটা আরও কম হতে পারত। ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। ১০ নম্বরে নেমে জোসেফের ২২ বলে ৪৪ রানের ক্যামিও দলের হারের ব্যবধান কমিয়েছে।
শেষ পর্যন্ত উইন্ডিজরা গুটিয়ে গেছে ১৪১ রানে। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১৫৯ রানে। ৩ জুলাই সেন্ট জর্জে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।