Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১০১ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে এক লাখ টাকার বিশেষ অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১২:৫০

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরে দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা- https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/page/608f3ebb_c72c_4918_ab45_d8dd5567beda/Institution_GO.pdf

এই ঠিকানায় জানা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ

বিশেষ অনুদান শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর