Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ৩য় দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪, বহিষ্কার ৬২

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২২:০৫

পরিক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা।

ঢাকা: চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ২৪ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন এবং নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ শিক্ষার্থীকে।

মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, বাংলা প্রথম পত্র, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ এবং উচ্চতর গণিত-২ পরীক্ষার মাধ্যমে তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

জানা গেছে, আজ সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এরই মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৭২ হাজার ৬৯ (১,১৭২,০৬৯) জন। অনুপস্থিত ছিল ২৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪১ শতাংশ।

বিজ্ঞাপন

এদের মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ডে ২ লাখ ৭৭ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৮৬ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪০২ জন, বহিষ্কার হয়েছে ৭ জন।

রাজশাহীতে অনুপস্থিত ছিল ২ হাজার ৫২৭ জন, বহিষ্কার ১। কুমিল্লায় অনুপস্থিত ১ হাজার ৮৭০ জন, বহিষ্কার ৪ জন। যশোরে অনুপস্থিত ২ হাজার ৫২৩ জন, বহিষ্কার ২ জন।

এ ছাড়া, চট্টগ্রামে অংশ নেয় ৯৭ হাজার ৯৯৩ জন, অনুপস্থিত ১ হাজার ৫৭৯ জন। বহিষ্কার হন ৫ জন। সিলেটে ৬৩ হাজার ১২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯৫২, বহিষ্কার ২ জন। বরিশালে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪১ জন অনুপস্থিত, বহিষ্কার ৫ জন।

দিনাজপুরে ১ হাজার ৭৫৭ জন অনুপস্থিত ছিল, বহিষ্কার ৬ জন। ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১ হাজার ২৮০, বহিষ্কার ৭ জন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এখানে অনুপস্থিত ৪ হাজার ৬৩১ জন। নকলের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৮ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও উচ্চতর গণিত-২ বিষয়ের পরীক্ষা। এখানে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ২৯১ জন, অনুপস্থিত ২ হাজার ২। বহিষ্কার হয়েছে ১৫ জন।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, দেশের বাইরে ঢাকা বোর্ডের অধীনে ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

সারাবাংলা/এনএল/এইচআই

অনুপস্থিত এইচএসসি বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর