Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২৩:২৩

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাইয়ের অগ্রগামী বীর যারা, জুলাইয়ের শহিদ পরিবার, জুলাইয়ের আহত ও যারা কারাবন্দি হয়েছিলেন; তাদের ওপর নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা অপসারণে সরকারকে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘দেশব্যাপী নানা নাশকতা করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর কয়েক দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের সহযোদ্ধাদের ওপর পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে। প্রতিটি ঘটনাকে আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এনসিপির নেতাদের গ্রহণ করেছে, সেখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি; যতই ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানো হোক। এনসিপির নেতৃত্ব থেকে, আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসনে, সিভিল প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদের দ্রুত খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

আখতার বলেন, ‘আমরা আশা করি জুলাইয়ের বার্তা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ভূমিকা পালন করবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন জুলাই যোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর